ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | জামায়াতের ২৫ আসন চূড়ান্ত (তালিকাসহ)

জামায়াতের ২৫ আসন চূড়ান্ত (তালিকাসহ)

resize-350x300x1x0image-116166-1543342126

নিউজ ডেক্স : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের দ্বিতীয় প্রধান শরিক দল বাংলাদেশ জামায়াত ইসলামীকে ২৫টি আসন দেয়া হয়েছে। ২০ দলীয় জোটের সূত্রে মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মোট ২৫ আসনে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন :

১. ঠাকুরগাঁও-২: মাওলানা আবদুল হাকিম

২. দিনাজপুর-১: মাওলানা মোহাম্মদ হানিফ

৩. দিনাজপুর-৬: মোহাম্মদ আনোয়ারুল ইসলাম

৪. নীলফামারী-২: মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু

৫. নীলফামারী-৩: মোহাম্মদ আজিজুল ইসলাম

৬. রংপুর-৫: অধ্যাপক গোলাম রব্বানী

৭. গাইবান্ধা-১: মাজেদুর রহমান সরকার

৮. সিরাজগঞ্জ-৪: মাওলানা রফিকুল ইসলাম খান

৯. পাবনা-৫: মাওলানা ইকবাল হুসাইন

১০. ঝিনাইদহ-৩: অধ্যাপক মতিয়ার রহমান

১১. যশোর-২: আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হোসাইন

১২. বাগেরহাট-৩: অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ

১৩. বাগেরহাট-৪: অধ্যাপক আবদুল আলীম

১৪. খুলনা-৫: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

১৫. খুলনা-৬: মাওলানা আবুল কালাম আযাদ

১৬. সাতক্ষীরা-২: মুহাদ্দিস আবদুল খালেক

১৭. সাতক্ষীরা-৩: মুফতি রবিউল বাশার

১৮. সাতক্ষীরা-৪: গাজী নজরুল ইসলাম

১৯. পিরোজপুর-১: আলহাজ্ব শামীম সাঈদী।

২০. ঢাকা-১৫: ডা. শফিকুর রহমান

২১. সিলেট-৫: মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী

২২. সিলেট-৬: মাওলানা হাবিবুর রহমান

২৩. কুমিল্লা-১১: ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের

২৪. চট্টগ্রাম ১৫: আ ন ম শামসুল ইসলাম

২৫. কক্সবাজার-২: হামিদুর রহমান আযাদ

উল্লেখ্য, ২০১৩ সালে হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন। দলটির নিবন্ধন বাতিল করে গত ২৮ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। ফলে জামায়াতের দলগতভাবে নির্বাচনে অংশ নেয়ার পথ বন্ধ হয়ে যায়।

তবে দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী বা অন্য কোনো দলের প্রার্থী হয়ে নির্বাচন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!