ছুটি

____কাজী মোহাম্মদ শাহজাহান____

আঁতাল জাতের জনগণ, ছুটি পেয়ে ছুটে…
কীসের ছুটি, কেন ছুটি, কার মনে তা জুটে।

ছুটি পেলাম, ছুটে চলি, সাগর পাড়ের হাওয়া…
বউ-বাচ্চায় লক্ষ জ্যাম, সুখের গান গাওয়া।

আবাল জাতি, বালের আইন, পকেট পুরে খায়…
নিজে আটক হলে পরে আইনের সুফল চায়।

সুযোগ পেলে আগুনে লাফ, দলবেঁধে জ্বলে…
নিজের ইচ্ছের আইন-কানুন, নিজের মত চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!