নিউজ ডেক্স : পদ্মাসেতুর নামে বিদ্যালয়ের ছাত্রদের পিঠের উপর দিয়ে হাঁটা সেই উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের টংগবাড়ি উপজেলায় তুলকাই সেতু উদ্ধোধনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।
তিনি বলেন, নুর হোসেন এর বিরুদ্ধে দলীয় এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবসেতু পার হওয়ার মতো জঘন্য ও ঘৃণার কাজ যারা করে তাদের প্রতিরোধ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অন্যায় করে কেউ পার পাবে না, সে আওয়ামী লীগের যতো বড় নেতাই হোক।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি জেলা প্রশাসক সায়লা ফারজানা প্রমুখ।
সেতুটি ফতুলা (পঞ্চপটি)-মুন্সীগঞ্জ-লৌহজং-মাওয়া (আর-৮১২) আঞ্চলিক মহাসড়ক হিসেবে ব্যবহার করা হবে।