Home | ব্রেকিং নিউজ | চুনতী সীরত মাহফিলে ওয়ায়েজ করছেন হাফিজুর রহমান ছিদ্দিকী

চুনতী সীরত মাহফিলে ওয়ায়েজ করছেন হাফিজুর রহমান ছিদ্দিকী

76747457_2563830643875509_6552116083430522880_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ১৯ দিনব্যাপী চুনতীতে সীরতুন্নবী (সাঃ) মাহফিলে ১৭তম দিবস আজ ২৬ নভেম্বর অতিবাহিত হচ্ছে।

মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী।

বাদ মাগরিবের অধিবেশনে ওয়ায়েজ করছেন আলহাজ্ব মাওলানা মুফতি হাফিজুর রহমান ছিদ্দিকী (কুয়াকাটা)। তিনি ‘মহানবী মুহাম্মদ (সঃ)’র মু’যিজা আল কুরআন’ বিষয়ে উপর আলোচনা করছেন।

মাহফিলে হাজার হাজার মুসলিম জনতা সীরত মাহফিলে উপস্থিত হয়ে তাঁর বক্তব্য শ্রবণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!