ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | চুনতি সীরতুন্নবী (সঃ) মাহফিলে ১০ জন ইসলাম ধর্ম গ্রহণ

চুনতি সীরতুন্নবী (সঃ) মাহফিলে ১০ জন ইসলাম ধর্ম গ্রহণ

চুনতি সীরতুন্নবী (সঃ) মাহফিলে ওয়াজ করছেন মহিউদ্দিন মাহী। ছবি- সাংবাদিক জাহেদুল ইসলাম

চুনতি সীরতুন্নবী (সঃ) মাহফিলে ওয়াজ করছেন মহিউদ্দিন মাহী। ছবি- সাংবাদিক জাহেদুল ইসলাম

এলনিউজ২৪ডটকম : আশেকে রসূল (সা.) অলিকুল শিরোমনি মুজাদ্দেদে মাহফিলে সীরতুন্নবী (সাঃ) প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ্ব শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রাহ.আ.) শাহ্ সাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী ৪৭তম সীরতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ১৫ ডিসেম্বর শুক্রবার ১৫তম দিবসে এক সাথে ১০ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ওইদিন মরক্কোর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আগাদীর’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ও সহকারী অধ্যাপক এবং লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উপদেষ্টা লোহাগাড়ার কৃতিসন্তান মুহাম্মদ মহিউদ্দিন মাহী “বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক ও মানবতার অদ্বিতীয় দৃষ্টান্ত হযরত মুহাম্মদ (সাঃ)” এ বিষয়ের উপর ওয়াজ করেন। বয়ান শেষে তাঁর (মহিউদ্দিন মাহী) হাতেই তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।

যাঁরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ছবি- সাংবাদিক জাহেদুল ইসলাম

যাঁরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ছবি- সাংবাদিক জাহেদুল ইসলাম

যাঁরা ইসলাম ধর্মগ্রহণ করেন তারা হলেন যথাক্রমে অংতহা ত্রিপুরা (৪৫) বর্তমান নাম মুহাম্মদ সাদিকুর রহমান, দনসিংহা ত্রিপুরা (৬০) বর্তমান নাম মুহাম্মদ আব্দুর রহমান, জমারাং ত্রিপুরা (৪৫) বর্তমান নাম মুহাম্মদ শফিকুর রহমান, বিশাই ত্রিপুরা (২৬) বর্তমান নাম মুহাম্মদ আব্দুর রাজ্জাক, খুথায়রাই ত্রিপুরা বর্তমান নাম মুহাম্মদ আতিকুর রহমান, বিদ্যাচন্দ্র (৪৫) বর্তমান নাম মুহাম্মদ ওসমান গনী, বিদভারাং (৫৫) বর্তমান নাম মুহাম্মদ উজাইফা, অতিরাং (৫৫) বর্তমান নাম মুহাম্মদ আবু বকর ছিদ্দীক, সকাম ত্রিপুরা (৩৬) বর্তমান নাম মুহাম্মদ শহীদুল ইসলাম ও আন্তনী ত্রিপুরা বর্তমান নাম মুহাম্মদ আনাস। আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সমাজসেবা বিভাগের পরিচালক ও সমাজসেবক এম. ইব্রাহিম কবির সূত্রে এ তথ্য জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!