এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ‘চুনতি ডট কম’র উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো প্রাথমিক শ্রেণির ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনতি সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ আমিন আহমদ খান জুনু মিয়া।
কবি অধ্যাপক রুহুল কাদের ও মো. আরিফ রব্বানীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুনতি ডট কম’র পক্ষে কাজি আরিফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, প্রফেসর ডা. এজেএম সাদেক, চুনতি সমিতি ঢাকার সাধারণ সম্পাদক সাজ্জাদ খান, আনজুমান-এ-তোলাবায়ে সাবেকিনের সেক্রেটারি মাওলানা অলিউদ্দিন মোহাম্মদ, চুনতি সমাজ কল্যাণ পরিষদের সম্পাদক এডভোকেট মিনহাজুল আবরার, ডেপুটি মুস্তাফিজুর রহমান খান ফাউন্ডেশনের পক্ষে ওয়েস্টার্ন মেরিনের পরিচালক আরিফুর রহমান খান ও আমেরিকান এম্বেসির সাবেক সিনিয়র পরিচালক বোরহান উল্লাহ খান প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খলিলুর রহমান খান, হিলালী জাহান, সীরাতুন্নবী সঃ মাহফিল চুনতী এর মূতোয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, মো. নাইম নিমু, সাদুর রহমান, ছৈয়দ উদ্দিন ছিদ্দিকী, সাজেদা সুরাত, মাহমুদ জামান খান, কাজি আবদুল ওয়াহেদ ছোহেল, রবিউল হাসান আশিক, নাজেম উদ্দিন ছিদ্দিকী, কাজি শরিফুল ইসলাম, কায়সার খান, চুনতি ইউপি সদস্য আল মোহতাদি, প্রকৌশলী সামির উদ্দিন রিপন, আয়কর আইনজীবী কুতুব উদ্দিন, মো. ইব্রাহিম, কাজি রাকিবুল ইসলাম সহ আরো অনেকে।
উল্লেখ্য, চুনতি ডট কম এই আয়োজনে অন্যতম সহযোগী প্রতিষ্ঠান হিসাবে ছিল ডেপুটি মুস্তাফিজুর রহমান খান ফাউন্ডেশন। চুনতি ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বছর এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে । শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা, চুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসা, চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,চুনতি মেহেরুন্নিসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুনতি নলবনিয়া দারুল কোরান ইবতেদায়ী মাদ্রাসা,চুনতি আনসার ভি.ডি.পি সরকারি প্রাথমিক বিদ্যালয় । শিক্ষাসামগ্রীর মধ্যে ছিল প্রতিটা ছাত্র-ছাত্রীর জন্য একটি আকর্ষণীয় স্কুল ব্যাগ স্কুল, ৬টি খাতা, কলম, পেন্সিল, ইরেজার এবং শার্পনারসহ একটি বক্স থাকে ।