লোহাগাড়া উপজেলা চুনতি ইউনিয়নের মেহেরুন্নিছা প্রাথমিক বিদ্যালয়ের সামনের পর পর ৩টি পাহাড় ও সাতগড় পাটিয়াল পাড়ায় গরিব উল্লাহ পাহাড়টি রাতের আঁধারে পলিথিনের পর্দার আড়ালে স্কেভেটর দিয়ে মাটি কেটে পাচার করছে একটি প্রভাবশালী মহল। স্থানীয় জানান, প্রতিদিন রাতের আঁধারে মিনিট্রাকে এ মাটি পাচার করা হচ্ছে। যারা বাঁধা দেয়ার তারাও রহস্যজনকভাবে নীরব। এতে প্রাকৃতিক পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ জরুরী বলে মনে করছেন স্থানীয়রা।
ছবি ও প্রতিবেদন- লোহাগাড়ানিউজ২৪ডটকম