এলনিউজ২৪ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম’র নাগরিক শোক সভা বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় লোহাগাড়ার চুনতি মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। সভাপতিত্ব করবেন মরহুমের বড় ভাই ইসমাইল মানিক।
নাগরিক শোক সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম- ১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, সামরিক-বেসামরিক কর্মকর্তা, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা-উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এদিকে, মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি নেতাকর্মীদের সাথে নিয়ে শোক সভাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসি’র বড় ভাই মুহাম্মদ ইসমাঈল মানিক, শোকসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমদ, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লোহাগাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, নিবাস দাস সাগর, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, প্রবীণ আইনজীবি হুমায়ুন কবির রাসেল, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন, সদস্য এরফানুল করিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গণি সম্রাট, দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান দুলাল, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, আমিরাবাদ ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলমগীর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নুরুল আলম জিকু, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, আব্দুল হান্নান ফারুক, বাদশা খালেদ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, মোরশেদুল আলম নিবিল, সাতকানিয়া উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম, ড. নদভী এমপির সহকারী একান্ত সচিব শাহাদত হোসাইন শাহেদ, যুবলীগ নেতা আহমদুল হক বাবু, দেলোয়ার হোসেন বেলাল, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুল হক টিটু ও ছাত্রলীগ নেতা আসিফ জুয়েল প্রমুখ।