Home | ব্রেকিং নিউজ | চুনতিতে জয়নুল আবেদীন বীর বিক্রম’র কবরে জেলা পুলিশ সুপারের শ্রদ্ধা

চুনতিতে জয়নুল আবেদীন বীর বিক্রম’র কবরে জেলা পুলিশ সুপারের শ্রদ্ধা

243

এলনিউজ২৪ডটকম : প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসি’র কবরে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) নুরে আলম মিনা পিপিএম বিপিএম (বার)।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে লোহাগাড়ার চুনতিতে মরহুমের কবরে এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও মোনাজাত করা হয়।

এ সময় সাথে ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ শফিউল কবির, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল ও চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর।

242

পরে প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম’র শোক বইতে স্বাক্ষর করেন জেলা পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!