এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় ৭ মে রাতে ২০ লিটার চোলাইমদসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল উপজেলার পশ্চিম আমিরাবাদের মঙ্গলনগর এলাকার ধনঞ্জয় ধরের পুত্র রাজু ধর (৩২) ও সুখেন্দ বিকাশ ধরের পুত্র পূর্ণধর (২৯)।
জানা যায়, চুনতি ফাঁড়ির কর্মকর্তা পরিদর্শক রবিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ এলাকায় টহলরত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বটতলী অভিমুখি একটি গাড়িতে তল্লাশী চালিয়ে ২০ লিটার চোলাইমদ উদ্ধার করে। আটককৃতরা পার্বত্য লামা উপজেলার আজিজনগর থেকে চোলাইমদ নিয়ে লোহাগাড়ার দিকে আসছিল বলে জানা যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগাড়া থানায় মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।
