এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে এক রাতে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৪ জুলাই) রাতে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সমশু হাজি পাড়া ও ৫নং ওয়ার্ডের মৌলভী পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, মৌলভী পাড়ার মনছুর আলম, সমশু হাজি পাড়ার ইদ্রিছ ফকির ও মৃত মোছলেমের স্ত্রী।
ক্ষতিগ্রস্তরা জানান, প্রতিদিনের ন্যায় রাতে তারা গোয়ালঘরে গরু রেখে তালাবদ্ধ করে ঘুমিয়ে যান। সকালে গোয়ালঘরের দরজার তালা ভাঙ্গা ও গরু দেখতে নো পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। চোরেরা মনছুর আলমের ১টি, ইদ্রিছ ফকিরের ২টি ও মৃত মোছলেমের স্ত্রীর ২টি গরু নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই নাছিমা আক্তার জানান, গরু চুরির ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।