ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | চলে যাবো একদিন

চলে যাবো একদিন

580

______ফিরোজা সামাদ______

চলে যাবো একদিন ঠিক চলেই যাবো
নশ্বর পৃথিবী ছেড়ে দূর কোনো অজানায়,
সবাই থাকবে স্বামী সন্তান পড়শি স্বজন
সময় অসময় কেউ মনে করবেনা অামায় !!

যে মোবাইলে অাঙ্গুল ছোঁয়াতাম অবিরত
হয়তো তাতে পড়বে অন্য কারোর হাত,
অামায় মনে করে নামাজ অাদায় করে
কেউ চাইবেনা ক্ষমা করবেনা মুনাজাত !!

সহোদরা বোনেরা করবে শুধু হাহাকার
বুঝবে অসহায়ত্বের কী যে ভীষণ জ্বালা,
অতঃপর ইচ্ছায় অনিচ্ছায় ভুলে যাবে
চাওয়া পাওয়া ও বেদনার যতো পালা !!

অামার কন্যাদ্বয় অার নাতি নাতনিদের
সত্য মানতে জানি হবে অনেক কষ্ট,
বোবা কান্না কাঁদবে সিঁড়ি দিয়ে উঠবে
ওরা খুঁজবে এঘর ওঘর দেখছি স্পষ্ট !!

কিছুদিন পরে সব মুছে যাবে কলরব
ভুলে যাবে অামার যতো স্মৃতি কথা ,
অাবার ফিরে যাবে অানন্দময় জীবনে
বয়ে অাসবে জীবন পাতায় নতুন বারতা !!

যেদিন যাবো চলে দেখবো অাঁখি মেলে
দু’টি চোখের অসহায় নিষ্প্রভ করুন দৃষ্টি,
সে চোখে ঝরবে কেবল অাষাঢ় – শ্রাবণ
ধারায় অঝোরে ঝরোঝরো শুধু বৃষ্টি  !!

অামার যাওয়ার পথে হয়তো হবেনা তাতে
স্বজনদের চোখের জলে কোনো সিন্ধু,
থাকবে শুধু নিরবে চোখের কোণে সরবে
মুক্তোদানার মতো ফোটা ফোটা অশ্রু বিন্দু !!

নিঃস্ব হয়ে যাবে একজন শুধু সে বুঝবে
অাপনজন হারানোর কতো যে বেদনা,
নিঃস্বঙ্গতা অাঁকড়ে ধরে অসহায়ত্বের কাছে
সপে দিবে জীবনের শতকোটি  যাতনা !!

তাকে ছেড়ে যেতে বুকের ভেতরেতে হয়তো
হবে সহস্রাধিক ঝড়ো অাঘাতের বেদনা,
ভুলে যেও তুমি অামার দেয়া শতো কষ্ট
ক্ষমা করো হৃদয়ে দেয়া ব্যাথা রেখোনা !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!