
নিউজ ডেক্স : নগরের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারের (ওএসইসি) টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) ভোর ৫টার দিকে নবজাতকটি উদ্ধার করেন হাসপাতালের এক নার্স।
ইমারজেন্সি ইউনিটের দায়িত্বরত অনারারি মেডিকেল অফিসার ডা. রায়হান চৌধুরী বলেন, ভোরে এক নার্স ওই নবজাতককে টয়লেটে দেখতে পেয়ে নিয়ে আসেন। পরে শিশুটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে। শিশুটির বাবা-মায়ের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner