
নিউজ ডেক্স : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সংলগ্ন একটি নালা থেকে দুইটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে চমেক হাসপাতালের পরিচ্ছন্নকর্মীরা মরদেহ দুইটি হাসপাতালের মর্গে নিয়ে আসেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলানিউজ
তিনি জানান, অনেক সময় প্রিম্যাচিউর বেবি, নবজাতকের মরদেহ চমেকের বিভিন্ন পাহাড়ে দাফন করা হয়। এ ধরনের দুইটি নবজাতকের মরদেহ শেয়াল-কুকুর টেনে নালায় ফেলেছে হয়তো। বিষয়টি পাঁচলাইশ থানা পুলিশ খতিয়ে দেখছে।

Lohagaranews24 Your Trusted News Partner