ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চন্দনাইশে ভোজের আয়োজন করায় জরিমানা

চন্দনাইশে ভোজের আয়োজন করায় জরিমানা

নিউজ ডেক্স : মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা। চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের পাঠানদণ্ডী এলাকার সর্দারপাড়ায় এক পরিবারে চলছে ভোজের বিরাট আয়োজন। প্রায় ৫শ’ মানুষের সমাগম ঘটে সেখানে। মানা হয়নি কোনোরকম স্বাস্থ্যবিধি।  

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে হাজির হন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার ভূমি মাহফুজা জেরিন। তাকে দেখেই দৌড়ে পালিয়ে যান অনেকেই। পরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫ মামলায় ৮ হাজার ৫০০ টাকা  জরিমানা আদায় করা হয়েছে।  

সহকারী কমিশনার ভূমি মাহফুজা জেরিন বলেন, চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের পাঠানদণ্ডী এলাকার সর্দারপাড়ায় এক ভদ্রলোক স্বাস্থ্যবিধি অমান্য করে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। প্রায় ৫শ’ মানুষের ভোজের আয়োজন ছিল সেখানে। মানা হয়নি কোনোরকম স্বাস্থ্যবিধি। তাই সেই পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ও তাদের স্বাস্থ্যবিধি প্রতিপালনে সতর্ক করা হয়েছে। বাংলানিউজ

তিনি বলেন, সকাল থেকে আমরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি। এ সময় সর্বাত্মক বিধিনিষেধ অমান্য করায় ৫ মামলায় সাড়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!