নিউজ ডেক্স : চন্দনাইশে বিলুপ্ত প্রজাতির দুইটি রাজ ধনেশ পাখি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক পাচারকারীকে আটক করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের এক যাত্রীকে পাচারের সময় দুটি রাজ ধনেশ সহ আটক করা হয়।

পরে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও রাজ ধনেশ দুটি বন বিভাগের কাছে হস্তান্তরের আদেশ দেন। এর প্রেক্ষিতে আমরা রাজ ধনেশ দুটি বনবিভাগের পটিয়া রেঞ্জে হস্তান্তর করেছি।
এর আগে ২৫ মে রাতে বাঁশখালীর গুণাগরি থেকে ৪টি রাজ ধনেশসহ মো. সেলিম নামের এক অটোরিকশা চালককে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী কর্ণফুলীর মইজ্জ্যার টেক এলাকা থেকে মিজানুর রহমান নামের আরেকজনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ৬ মাসের কারাদণ্ড দেয় বাঁশখালী উপজেলা প্রশাসন। -বাংলানিউজ