নিউজ ডেক্স : চন্দনাইশে বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর দাদা-নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে আলাদা স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে দাদাকে চকরিয়ার পাটালিপুল এবং নাতিকে দোহাজারী থেকে উদ্ধার করা হয়।
এরা হলেন, বাঁশখালী উপজেলার আবু সৈয়দ (৮১) ও আনিস (১২)। তারা সম্পর্কে দাদা-নাতি। তারা চন্দনাইশে ভাড়া বাসায় থাকতেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এরকম একটা ঘটনার খবর শুনেছি। এখনো বিস্তারিত জানি না। আমাদের কয়েকটি টিম কাজ করছে। -বাংলানিউজ