Home | দেশ-বিদেশের সংবাদ | চন্দনাইশে ‌‌’কক্সবাজার এক্সপ্রেস’ এর ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

চন্দনাইশে ‌‌’কক্সবাজার এক্সপ্রেস’ এর ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

নিউজ ডেক্স: চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেললাইনের চন্দনাইশ কাঞ্চননগর এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় আনুমানিক ৭০ বছর বয়স্ক এক বৃদ্ধ মারা গেছেন। আজ সোমবার বিকে পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, দুর্ঘটনার শিকার হওয়া ওই বৃদ্ধ সোমবার বিকেলে কাঞ্চননগর স্টেশনের পার্শ্ববর্তী বরুমতি ব্রিজ পার হচ্ছিল। এসময় ঢাকাগামী দ্রুতগতির ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় ওই বৃদ্ধ গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ হাসপাতাল ও পরে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন। ট্রেনের ধাক্কায় মারা যাওয়া বৃদ্ধের নাম ঠিকানা জানা যায়নি। তার লাশ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে জিআরপি থানার পুলিশ আসছে।

চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় নিহত ওই বৃদ্ধের লাশ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!