নিউজ ডেক্স : বাসচালককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম-রাঙামাটি, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল ছয়টা থেকে এ দু’টি সড়কে ধর্মঘট শুরু করেন পরিবহন শ্রমিকরা। পরে বেলা পৌনে দুইটায় চট্টগ্রামের জেলা প্রশাসকের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন চট্টগ্রাম জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মনজুর আলম। চট্টগ্রাম-নাজিরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
সকাল থেকে ধর্মঘটের কারণে নগরের অক্সিজেন থেকে পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ির যাত্রীদের পাশাপাশি হাটহাজারী, ফটিকছড়ি, উত্তর রাউজান, উত্তর রাঙ্গুনিয়ার যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েন। কিছু কিছু এলাকায় সিএনজি অটোরিকশা, টেম্পুর মতো ছোট ছোট যানবাহন চলাচলে বাধা দেন পরিবহন শ্রমিকরা। বাধ্য হয়ে অনেকে হেঁটে, রিকশায় চড়ে বেশি টাকা ভাড়া দিয়ে কর্মস্থল ও জরুরি প্রয়োজনে গন্তব্যস্থলে পৌঁছাতে হয়েছে।