ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রেজা, সম্পাদক দেবদুলাল

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রেজা, সম্পাদক দেবদুলাল

নিউজ ডেক্স : চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সালাউদ্দিন মো. রেজা সভাপতি এবং দেবদুলাল ভৌমিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ওমর কায়সার। ভোট দিয়েছেন মোট ২৫৬ জন ভোটার।

সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাউদ্দিন মো. রেজা পেয়েছেন ৯৫ ভোট। প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যুরো প্রধান কলিম সরওয়ার পেয়েছেন ৯৩ ভোট।

সিনিয়র সহ সভাপতি পদে জিতেছেন চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান ফরিদ উদ্দিন চৌধুরী। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ফরিদ পেয়েছেন ১৭৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম পেয়েছেন ৭৫ভোট।

সহ সভাপতি পদে এটিএন বাংলার মনজুর কাদের মনজু ১২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহকারী সম্পাদক স ম ইব্রাহিম পেয়েছেন ৬৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক ৭৭ ভোট পেয়ে জিতেছেন। তার প্রতিদ্বন্দ্বী বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান মহসিন চৌধুরী পেয়েছেন ৭১ ভোট।

যুগ্ম সম্পাদক পদে দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার পেয়েছেন ১৫০ ভোট। প্রতিদ্বন্দ্বী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্যুরো প্রধান মিন্টু চৌধুরী পেয়েছেন ১০০ ভোট।

অর্থ সম্পাদক পদে আলোকচিত্র সাংবাদিক রাশেদ মাহমুদ ১২৫ ভোট পেয়ে জিতেছেন। প্রতিদ্বন্দ্বী জুমবাংলা অনলাইন পোর্টালের ব্যুরো প্রধান ফারুক তাহের পেয়েছেন ৯৪ ভোট।

সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক সমকালের সহ সম্পাদক নাসির উদ্দিন হায়দার ১৪৭ ভোট পেয়ে জিতেছেন। প্রতিদ্বন্দ্বী আলোকচিত্র সাংবাদিক রূপম চক্রবর্তী পেয়েছেন ১০১ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট সোহেল সরওয়ার ১৯১ ভোট পেয়ে জিতেছেন। প্রতিদ্বন্দ্বী আলোকচিত্র সাংবাদিক মোহাম্মদ ফারুক পেয়েছেন ৫৯ ভোট।

গ্রন্থাগার সম্পাদক পদে দৈনিক সমকালের প্রতিবেদক কুতু্ব উদ্দিন ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদন শহীদুল ইসলাম পেয়েছেন ৭১ ভোট।

সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট আল রাহমান ১২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার রাহুল দাশ নয়ন পেয়েছেন ৬৩ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী খোরশেদুল আলম শামীম ১৪৬ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী আলীউর রহমান ৬১ ভোট পেয়েছেন।

চারটি সদস্য পদে জসীম চৌধুরী সবুজ ১৭২, দৈনিক জনকন্ঠের উপ সম্পাদক মোয়াজ্জেমুল হক ১৫২, আইয়ূব আলী ১২৫ এবং মঞ্জুরুল আলম ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। -সারাবাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!