নিউজ ডেক্স : চট্টগ্রামে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮৫ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ রবিবার ভোররাতে নগরীর আকবরশাহ থানার সিটি গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় কক্সবাজারের টেকনাফ থানার সাবরাং এলাকা থেকে রহমত উল্লাহ ও এহছানকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের বিষয়ে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির কালের কণ্ঠকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রাকে অভিযান চালানো হয়। এ সময় ট্রাকের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় প্যাকেট ৮৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।’
টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ট্রাকটি ঢাকায় যাচ্ছিল বলে জানান হুমায়ুন কবির।