নিউজ ডেক্স : চট্টগ্রামের কোতোয়ালী থানার পুরাতন রেল স্টেশন এলাকা থেকে শুক্রবার ভোররাতে ছোরাসহ ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তারা পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার হওয়া যুবকরা হলেন সুমন বড়ুয়া (২৮), মো. ইয়াছিন (১৯), মো. রঞ্জু (২০), মো. শামছু (৩০), মো. বাদশা (৩৫) ও মো. জাহেদ (১৮)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় তাদের ছোরাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।