Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে ৬শ অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামে ৬শ অবৈধ স্থাপনা উচ্ছেদ

Pic_bg20191230131330

নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলের ভূ-সম্পত্তি বিভাগ। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এ উচ্ছেদ অভিযান আরম্ভ হয়। অভিযানে ৬শ টি টিনশেড ঘর ভেঙ্গে রেলওয়ের ৪.৯ একর জমি উদ্ধার করা হয়।

এদিকে উচ্ছেদে বাধা দেয়ার চেষ্টা করে অবৈধ দখলদারেরা। জানা যায়, সকাল থেকে অভিযানের খবর পেয়ে স্থানীয় বেশকিছু লোকজন  আকবরশাহ মাজার থেকে কবরস্থান পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বাধা দেয়ার চেষ্টা করে। তাদের অভিযোগ নোটিশ প্রদান না করেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। অনেকেই নিজেদেরকে রেলের এসব ভূমির মালিক দাবি করেন। তবে কেউ উপযুক্ত প্রমাণ দিতে পারেননি।

উচ্ছেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে রেলের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র রেলওয়ের জায়গা দখল করে রেখেছিল। আজ থেকে পুরোদমে আবারও অভিযান চালানো হচ্ছে। এ পর্যন্ত ৬শটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের সম্পূর্ণ জায়গা উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উচ্ছেদ কার্যক্রমে শতাধিক পুলিশ, রেলওয়ের নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও  রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!