নিউজ ডেক্স : চট্টগ্রামে ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের উত্তর পশ্চিমের ফালাম এলাকা থেকে ৩৮ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলটি বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫.৯।
বাংলাদেশ আবহাওয়া অফিসের সুপারভাইজর জহিরুল ইসলাম বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। তবে বাংলাদেশের চট্টগ্রাম থেকে অনুভূত হয়েছে। বিকেল ৫টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প হয়। বাংলানিউজ