নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর খুলশীর পূর্ব নাসিরাবাদ এলাকায় ২১টি বসতঘর দোকানপাট পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এতে পুড়ে গেছে ১৬টি কাঁচা, একটি সেমিপাকা বসতঘর এবং চারটি দোকান।
সোমবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর রাতে লাগা অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশন থেকে চারটি গাড়ি ঘটনাস্থল যায়। এরপর এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।