নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে হিউম্যান হলার উল্টে দু`জন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বন্দর থানার ৫নং গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বন্দর থানার এসআই মাসুদুর রহমান জানান, সকালে ইপিজেড-পতেঙ্গাগামী যাত্রীবাহী হিউম্যান হলারটি বন্দর থানার ৫নং গেটের সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু`জনের মৃত্যু হয়।
আহত ১২ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।