Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসাধীন ১৬, আইসিইউতে ১ জন

চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসাধীন ১৬, আইসিইউতে ১ জন

নিউজ ডেক্স: চট্টগ্রামে সহিংসতার ঘটনায় এখনো ১৬ জন ভর্তি রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি আছেন।

বুধবার (২৪ জুলাই) সকালে এ তথ্য জানান চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।
তিনি বলেন, কোটা নিয়ে সহিংসতার ঘটনায় আহত দুই শতাধিক হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১৬ জন ভর্তি আছেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। অগ্নিদগ্ধ একজন আছেন আইসিইউতে।

এর আগে মঙ্গলবার (২৩ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় চন্দ্র তরুয়া (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী মারা যান। নিহত হৃদয় তিনি পটুয়াখালী সদর রোডের নতুন বাজার এলাকার রতন চন্দ্র তরুয়ার ছেলে। গত ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাটে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন তিনি। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!