
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর খুলশী থানার ওয়ারলেস এলাকায় শ্বাসরোধ করে মো: রানা (৩২) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বত্তরা। নিহত রানা রংপুর জেলার মনছুর আলীর ছেলে বলে জানা গেছে। সে ওয়ারলেস ৫নং লেইনে ভাড়া বাসায় থাকতো। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। রানা দিন মজুরের কাজ করতো।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার এসআই ইমাম হোসেন বলেন, রাতের কোন এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে আমরা ধারণা করছি। লাশ ময়নাতদন্ত করা হয়েছে। তবে হত্যাকান্ডে কারণ এখনো জানা যায়নি। হত্যাকান্ডে জড়িত কাউকে আটকও করা যায়নি।

Lohagaranews24 Your Trusted News Partner