নিউজ ডেক্স : চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার (৩ অক্টোবর) বিকালে নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে তাদের আটক করা হয়। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, বিএনপি নেতাকর্মীরা মিছিল করে যাওয়ার সময় সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় উত্তেজিত নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা সটকে পড়ে। এসময় পুলিশ ১৫ নেতাকর্মীকে আটক করে। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করার জন্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা মিছিল নিয়ে কাজীর দেউড়ি নাসিমন ভবনের দিকে যাচ্ছিল। এসময় পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৫ নেতাকর্মীকে আটক করে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ভিপি নাজিম উদ্দিন বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেনি। অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের আটক করা হয়েছে।’