নিউজ ডেক্স : চট্টগ্রাম বন্দরেরবহির্নোঙ্গরে সিমেন্টেরক্লিংকারবাহী একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। বুধবার সকালে বহির্নোঙ্গরের ১ ও ৩ নম্বর বয়ার মাঝখানে এ ঘটনা ঘটে।
দুটি জাহাজ একটি অপরটির সঙ্গে ধাক্কা লাগলে ১১শ টন ক্লিংকার বোঝাই ল্যাবস-১ নামের ওই লাইটার জাহাজটি ডুবে যায়।
বন্দর সচিব ওমর ফারুক বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে সদস্য প্রশাসনের সঙ্গে কথা বলতে হবে।