নিউজ ডেক্স : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বজ্রপাতে নুরুল আলম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া কাজিপাড়া এলাকার ওমদা মিয়া সওদাগরের বাড়ির মো. শাহ আলমের ছেলে নুরুল আলম।
স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে হঠাৎ বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। জমিতে কৃষি কাজ করতে গিয়ে নুরুল আলমের বজ্রপাতে মৃত্যু হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, স্থানীরা মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে গেছে।