ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে নিহত বেড়ে ৩, আহত অর্ধশত

চট্টগ্রামে নিহত বেড়ে ৩, আহত অর্ধশত

নিউজ ডেক্স: কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম নগরের ষোলশহর-মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষে নিহতের সংখ্যা তিনজন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন। নিহতের নাম ফয়সাল আহমদ শান্ত। তিনি এম.ই.এস কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি বরিশাল।

নিহত অপর দুজন হলেন—চট্টগ্রাম সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসিম আকরাম এবং ফার্নিচার দোকানের কর্মচারী ফারুক। ওয়াসিমের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায় আর ফারুকের বাড়ি নোয়াখালী জেলায়।

এদিকে নগরের মুরাদপুর-ষোলশহর এলাকায় ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে কোটাবিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। থেমে থেমে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। কারো কারো হাতে অস্ত্রও দেখা গেছে।শেষ তথ্য পাওয়া পর্যন্ত এখনো আন্দোলন করছে শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!