Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে নালায় পড়া সেই পথচারীর খোঁজ মিলল না চারদিনেও

চট্টগ্রামে নালায় পড়া সেই পথচারীর খোঁজ মিলল না চারদিনেও

নিউজ ডেক্স : চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ ব্যবসায়ী সালেহ আহমদের (৫০) খোঁজ এখনো মেলেনি। শনিবার (২৮ আগস্ট) চতুর্থ দিনের মতো নগরের চশমা ও মির্জা খালের বিভিন্ন স্থানে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের পরিদর্শক ফখর উদ্দীন। তিনি বলেন, ‘শনিবার দিনভর চশমা ও মির্জা খালের বিভিন্ন স্থানে উদ্ধার কার্যক্রম চালায় ফায়ার সার্ভিস। সন্ধ্যা ৭টার দিকে আজকের দিনের মতো অভিযান স্থগিত করা হয়েছে। রোববার আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।’ জাগো নিউজ

jagonews24

তিনি আরও বলেন, ‘সাধারণত নালায় মরদেহ থাকলে ২৪ ঘণ্টার মধ্যে ভেসে ওঠার কথা। ধারণা করা হচ্ছে, নালার কোথাও ময়লা-আবর্জনা বা পলিথিনের নিচে নিখোঁজ সালেহ আহমদের মরদেহ আটকে রয়েছে। তলিয়ে যাওয়ার দিনই পানির স্রোতে তার মরদেহ সমুদ্রে চলে যেতেও পারে।’

বুধবার (২৫ আগস্ট) সকালে ফটিকছড়ি মাইজভান্ডারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সালেহ আহমদ। বাসে ওঠার জন্য তিনি নগরের মুরাদপুর মোড়ে দাঁড়ান। বেলা ১১টার দিকে হাঁটতে গিয়ে মোড়ের নালায় পড়ে যান। পড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পানির তীব্র স্রোতে ভেসে যান। এরপর থেকে তিনি নিখোঁজ। সালেহ আহমদের গ্রামের বাড়ি পটিয়া উপজেলার মনসা এলাকায়। তিনি চকবাজার এলাকায় তরকারির ব্যবসা করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!