Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার

চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার

photo-1492586159

নিউজ ডেক্স : চট্টগ্রাম বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) অতিরিক্ত সচিব আবদুল মান্নান।

চট্টগ্রামের বিভাগীয় বর্তমান কমিশনার মো. রুহুল আমীনকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসনমন্ত্রণালয় থেকে এই আদেশ জারি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন বদলির আদেশ হয়েছে জানতে পেরেছেন বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেন। তবে এখনো এ ব্যাপারে দাপ্তরিক কোনো আদেশ এসে পৌঁছেনি জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ ডিসেম্বর মো. রুহুল আমীন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব লাভ করেন। ১৯৮৫ ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রুহুল আমীন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সুনামের সঙ্গে। এর আগে তিনি পেট্রোবাংলার পরিচালক, পিরোজপুরের জেলা প্রশাসক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!