Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত

চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত

03

নিউজ ডেক্স : ছুরিকাঘাতে আদনান ইসফার (১৫) নামে নগরীর সরকারি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর জামালখানের ডা. খাস্তগীর স্কুলের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, দুর্বৃত্তরা কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির এক ছাত্রকে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে আইডিয়াল স্কুলের এক শিক্ষক ও ২ শিক্ষার্থী তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রচুর রক্তক্ষরণে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলেও জানান আলাউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!