
নিউজ ডেক্স : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। নিহতের নাম কাজী সিরাত (২২)। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। আজ সোমবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
জিআরপি থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যুর খবর শুনে সীতাকুণ্ড ফাঁড়ির একজন উপ-পরিদর্শককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নিহত সিরাত সকালে হলে অবস্থানকালীন মোবাইলফোনে তার নানির মৃত্যু সংবাদ পান। সংবাদ পেয়ে দ্রুত নানু বাড়ি যেতে হল থেকে বেরিয়ে প্রধান সড়কে যাওয়ার সময় রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
Lohagaranews24 Your Trusted News Partner