নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার রশিদ বিল্ডিং এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা করছে, চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) জুমার নামাজের পর ওই এলাকার সড়কের ওপর এই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সদরঘাট থানার উপ পরিদর্শক (এসআই) বদরুদ্দোজা বলেন, ওই অজ্ঞাত যুবকের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন ছিল। আমরা ধারণা করছি চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যার পর সড়কের ওপর মরদেহ রেখে পালিয়ে গেছে হত্যাকারীরা। তবে বিষয়টি আরও বেশি করে তদন্ত করে দেখা হচ্ছে।