নিউজ ডেক্স : চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে। নগরের পাহাড়তলী থানার টোল রোডে দায়িত্ব পালনের সময় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাণী রাসমনির ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাফিক সার্জেন্টের নাম বকশী মোহাম্মদ আবদুল্লাহ (৩০)। তিনি নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে কর্মরত ছিলেন। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দায়িত্ব পালনের সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন সার্জেন্ট মোহাম্মদ আবদুল্লাহ। হাসপাতালে নেয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে গ্রেফতার করা হয়েছে।’