নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর কাস্টমস মোড়ে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। তবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নগর পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার কামরুল হাসান জানান, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে বের হওয়া একটি কাভার্ডভ্যান কাস্টমস ব্রিজের উপর একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।
অপরজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।