নিউজ ডেক্স : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবছর চট্টগ্রামের ১ হাজার ২৩টি স্কুলের ১ লাখ ৩৫ হাজার ২২১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে মহানগরীসহ ৫ জেলার ১৭৯টি কেন্দ্রে চলবে এসএসসি পরীক্ষা।
১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে সারাদেশে একযোগে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবছর ১৭৯ কেন্দ্রে ১ লাখ ৩৫ হাজার ২২১ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ৬২ হাজার ৭৩৭ জন ছাত্র ও ৭২ হাজার ৪৮৪ জন ছাত্রী।
মহানগর বাদে চট্টগ্রাম জেলার ১০৬টি কেন্দ্রে অংশ নেবে ৬৯৩টি স্কুলের ৯৪ হাজার ৭০৩ জন, মহানগরের ৩২টি কেন্দ্রে ১৮৩টি স্কুলের ৩২ হাজার ১৯৬ জন, কক্সবাজার জেলার ২৫টি কেন্দ্রে ১৩৫টি স্কুলের ১৮ হাজার ৭৪৭ জন, রাঙামাটি জেলার ১৯টি কেন্দ্রে ৮০টি স্কুলের ৮ হাজার ৫৬৮ জন, খাগড়াছড়ি জেলার ১৮টি কেন্দ্রের ৭৬টি স্কুলের ৯ হাজার ৬২১ জন এবং বান্দরবান জেলার ১১টি কেন্দ্রে ৩৯টি স্কুলের ৩ হাজার ৫৮২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেবে ৩০ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী। ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ৬১ হাজার ৭৭৯ জন ও মানবিক বিভাগ থেকে ৪২ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী অংশ নেবে।
গতবছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১৭১টি কেন্দ্রে ১ হাজার ১০টি স্কুলের ১ লাখ ১৮ হাজার ২৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৫৫ হাজার ৪৯৪ জন ছাত্র ও ৬২ হাজার ৫৩৫ জন ছাত্রী।
পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ ১০টি বিশেষ টিম গঠন করেছে। পরীক্ষা কেন্দ্রে সার্বক্ষনিক দায়িত্বে থাকবেন ৫০টি সাধারণ ভিজিল্যান্স টিমের সদস্যরা।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. তাওয়ারিক আলম জানান, সারাদেশে অভিন্ন প্রশ্নে এবছর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্দেশনা অনুসারে অবশ্যই ৩০ মিনিট আগে নির্ধারিত কেন্দ্রের রুমে গিয়ে পরীক্ষার্থীদের সিটে বসতে হবে। এ বিষয়ে প্রত্যেক কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, শিক্ষাবোর্ডের অধীনে এবছর ১ হাজার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৩৫ হাজার ২২১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এরমধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ১৮ হাজার ৮৮ জন, অনিয়মিত ১৭ হাজার ১১৯ জন ও ১৪ জন মানোন্নয়নে অংশ নেবে।
নগরীসহ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার ১৭৯ কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ১০টি বিশেষ টিম ও ৫০টি সাধারণ ভিজিল্যান্স টিমের সদস্যরা কাজ করবেন। -বাংলানিউজ