ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে আরো এক ডেঙ্গু রোগীর মৃত্যু

চট্টগ্রামে আরো এক ডেঙ্গু রোগীর মৃত্যু

dengu

নিউজ ডেক্স : চট্টগ্রামে রোজিনা বেগম (২৫) নামে আরো এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ওই রোগী মারা যায়।

রোজিনা বেগমের স্বামী মাইন উদ্দিন (স্বপন) পেশায় একটি টেইলারিং দোকানে কাজ করেন। এই দম্পতির সাত বছরের একটি মেয়ে এবং এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নগরীর কর্নেল হাট এলাকার বিশ্বকলোনীতে তারা ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি লক্ষীপুরে।

রোজিনা বেগমের স্বামী স্বপন বলেন, মঙ্গলবার থেকে রোজিনা জ্বরে ভুগছিলেন। বুধবার কর্নেল হাটের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে ডেঙ্গু (এনএস-ওয়ান) ধরা পড়ে। রিপোর্ট পাওয়ার পর বুধবার রাতেই রোজিনাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের ডেঙ্গু (মেডিসিন ১৩ নং ওয়ার্ড) তাকে ভর্তি দেয়া হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে রোজিনাকে ওয়ার্ডের এইচডিও তে স্থানান্তর করা হয়। সেখানে আজ বেলা সাড়ে এগারটার দিকে তার মৃত্যু হয়। ডেঙ্গুর পাশাপাশি স্ট্রোকে রোগীর মৃত্যু হয় বলে জানান ডেঙ্গু ওয়ার্ডের সহকারী রেজিস্টার ডা. ইমন দাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!