নিউজ ডেক্স : চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩টি বসতঘর পুড়ে গেছে। সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পটিয়ার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীমউদ্দিন।-জাগো নিউজ
তিনি বলেন, পটিয়ার হাবিলাইস দ্বীপ এলাকায় বিদ্যুৎ সংযোগ থেকে ঘটা অগ্নিকাণ্ডে কাঁচা-পাকা পাঁচটি বসতঘর পুড়ে গেছে।
পৃথক অগ্নিকাণ্ড ঘটে বোয়ালখালী উপজেলার বেঙ্গুরায়। আগুনে পুড়ে যায় ৮টি বসতঘর।
আরজু আক্তার নামে এক গৃহবধূ জানান, রাত সাড়ে তিনটার দিকে বেঙ্গুরা স্টেশনের অদূরে সওদাগর পাড়ায় আগুন লাগে। আগুনে আটটি কাঁচা ও সেমিপাকা বসতঘর পুড়ে গেছে।