
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার কাট্টলী এলাকার একটি বাসায় আগুন লেগে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।
তারা হলেন- সাজেদা বেগম (৩৯), শাহজাহান শেখ (২৫), দিলরুবা বেগম (১৮), মাহিয়া আক্তার (৯), জীবন শেখ (১৪) ও স্বাধীন শেখ (১৭)। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ। জাগো নিউজ

তিনি বলেন, ‘সোমবার রাতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু এর আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। এ ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।’
Lohagaranews24 Your Trusted News Partner