ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ

চট্টগ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ

hamla

নিউজ ডেক্স : চট্টগ্রামে ইউনিয়ন পরিষদের ইফতার মাহফিলে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে কর্ণফুলী থানার সিডিএ-এর টেক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ চারজন হলেন- কর্ণফুলী শিকলবাহার ইউনিয়ের নাছির আহমেদ ছেলে নাজিম উদ্দীন (৩২), শাহ আলম ছেলে আবুল হোসেন (১৮), মো. ইউনুস ছেলে আব্দুল কালাম (৩৩) ও রুস্তম আলী ছেলে দোস্ত মোহাম্মদ (৩০)।

স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের অনুসারীরা ইফতার মাহফিলের নামে শোডাউন করেন। এ সময় সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুলের অনুসারীদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে ইফতার মাহফিলে যাওয়ার সময় সিডিও টেক এলাকায় আবুল কালাম বকুলের অনুসারীরা জাহাঙ্গীর আলমের অনুসারীদের ওপর গুলি চালায়। এতে চারজন গুলিবিদ্ধ হন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছৈয়দুল মোস্তফা বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ শুরু হয়। প্রথমে জাহাঙ্গীর চেয়ারম্যানের লোকজন আবুল কালামের একজনকে মারধর করে। সেটার প্রতিবাদে জাহাঙ্গীর চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর হয়। এরপর আবুল কালাম বকুলের বাড়িতে হামলার জন্য গেলে তারা গুলি ছোঁড়ে। এরপর উভয়পক্ষে গুলি বিনিময় হয়।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, ‘কর্ণফুলী উপজেলায় ৩ নম্বর শিকলবাহা ইউনিয়ন পরিষদের ইফতার মাহফিলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের রাত সাড়ে ৮টার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তারা চিকিৎসাধীন রয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!