নিউজ ডেক্স : নিরাপত্তার নামে অঘোষিত পরিবহন ধর্মঘটে নগরে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। এতে দুর্ভোগ পড়েছেন সাধারণ মানুষ। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের টানা বিক্ষোভের কারণে গণপরিবহন শ্রমিকরা এ ধর্মঘট শুরু করে। তাদের কথা তারা নিরাপত্তাহীনতায় এই ধর্মঘট পালন করছে।
আজ শনিবার সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন সংকটে দুর্ভোগ বেড়ে চলেছে। নগরসহ জেলার বিভিন্ন সড়কে গণপরিবহণ রাস্তায় চলাচল করছে না। তবে সিএনজি চালিত অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা গেছে। যেটি প্রয়োজনের তুলনায় অতি নগন্য।
বহদ্দারহাট মোড়ে গণপরিবহণের অপেক্ষায় থাকা যাত্রীরা জানান, যথারীতি আ্রগাবাদে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছি। কিন্তু রাস্তায় এসে দেখি কোন বাস নেই। শত শত যাত্রী বহদ্দারহাট মোড়ে বাসের অপেক্ষায় রয়েছে। কোন বাস নেই। এদিকে, অফিসের সময়ও পার হয়ে যাচ্ছে। খুব সমস্যায় পড়ে গেলাম।