Home | দেশ-বিদেশের সংবাদ | চকরিয়ায় ১৭ হাজার ইয়াবাসহ আটক ২

চকরিয়ায় ১৭ হাজার ইয়াবাসহ আটক ২

yaba-563x330

নিউজ ডেক্স : চকরিয়ায় ১৭ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সন্ধ্যায় চকরিয়া পৌরসভার একটি রেস্টুরেন্টে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের সিকদারপাড়ার বাদশা মিয়ার ছেলে মো. হুমায়ন কবির (২৪) এবং একই ইউনিয়নের পশ্চিমপাড়ার মৃত আমির হোসেনের ছেলে মো. নাছির উদ্দিন (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মো. ইদ্রিস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে চকরিয়া থানা পুলিশের অভিযানে ডুলাহাজারা ইউনিয়ন থেকে দুই ইয়াবা কারবারি গ্রেপ্তার হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট। আটক ব্যক্তিরা হলো ডুলাহাজারা ইউনিয়নের ডাকবাংলো এলাকার ছৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ হোসেন (২৮) এবং খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার আনসার উল্লাহর ছেলে আবদুল হাকিম (২০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!