নিউজ ডেক্স : চকরিয়া উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এসময় তার কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম মো. জসিম উদ্দিন (৪৭)। আজ মঙ্গলাবার র্যাব-৭ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার বরইতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জসিমের বসতবাড়ি থেকে ২টি একনলা বন্দুক ও ৩টি কাটা বন্দুক, ১৬ রাউন্ড গুলি ও ১টি গুলির খোসা উদ্ধার করা হয়। পরে আটক জসিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
