Home | দেশ-বিদেশের সংবাদ | গণপিটুনিতে বাঁশখালীতে ডাকাত নিহত

গণপিটুনিতে বাঁশখালীতে ডাকাত নিহত

images-2_40929_1488390402
নিউজ ডেক্স : বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পাইরাং গ্রামে গণপিটুনিতে এক ডাকাত নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৪টার দিকে ডাকাতদল তাদের ডাকাতি শেষ করে ফেরার পথে বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে সাহাব উদ্দিন (৩৬) নামে এক ডাকাত ধৃত হন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আবদুল জলিলের ছেলে।
এদিকে, আইনে সোপর্দ করার আগেই বিক্ষুব্ধ জনতা ওই ডাকাতকে গণপিটুনি দেন। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি ডাকাতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে এবং নিহত ডাকাতের লাশ ময়নাতদন্তের চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
থানা পুলিশের ওসি আলমগীর হোসেন গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনার সত্যতা শিকার করে বলেন, সংঘবদ্ধ ডাকাতদল এলাকায় হানা দেয়ার চেষ্টা চালাচ্ছিল। তবে স্থানীয় জনতার ধাওয়ায় এক ডাকাত আটক হন। আটককৃত ডাকাতকে বিক্ষুব্ধ জনতা উত্তম-মাধ্যম দিয়ে মেরে ফেলে। এ বিষয়ে একটি অপহৃত মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ডাকাতদলের বাকি সদস্যদের গ্রেফতার অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!