
নিউজ ডেক্স : গণপরিবহনে হাফ ভাড়া চালুর দাবিতে আন্দোলন করছেন চট্টগ্রামের শিক্ষার্থীরা। বুধবার (১ ডিসেম্বর) দুপুর ১১টার দিকে নগরের চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা।
ঢাকার শিক্ষার্থীরাই কি শুধু পড়ালেখা করে এমন প্রশ্ন রেখে আন্দোলনকারীরা বলেন, সিদ্ধান্ত হলে সবার জন্য তা প্রযোজ্য হতে হবে। এখানে বৈষম্য সৃষ্টি করার সুযোগ নেই। তেলের দাম কি শুধু ঢাকা শহরের জন্য বাড়ানো হয়েছে? ঢাকায় নয়, সারাদেশে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করতে হবে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। যান চলাচল যাতে বাধাগ্রস্ত না হয়, সেই চেষ্টা করছি। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner