নিউজ ডেক্স : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক যাত্রীর লাগেজের ভেতর খেলনা গাড়িতে লুকানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) কাস্টম হাউস চট্টগ্রামের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট মোহাম্মদ সাজ্জাদ হোসাইন নামের এক যাত্রীর লাগেজ স্ক্যান করলে বিষয়টি ধরা পড়ে।
কাস্টম হাউসের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, খেলনা গাড়ির মধ্যে লিথিয়াম ব্যাটারির কার্বনের মধ্যে কালো স্কচটেপ দিয়ে সুকৌশলে পেঁচানো ১০টি স্বর্ণের বার পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। -বাংলানিউজ